Sunday, 2 December 2012

মেঝ মনি

 Shefali (2) - Copy

লক্ষ্মী আমার পাগলি মা থাকিস হৃদয় জুড়ে
কোথায় গেলি সোনামনি আয়না কাছে ওরে।।

আড়াআড়ি করে শুধু কাটাস সারাবেলা
যখন ডাকি তখনই তুই করিস শুধু খেলা,
অফিস থেকে এসে আমি পাইনা খুজে তোরে।।

ঘুমের ঘোরে দেখিস শুধু ফুল কুড়ানোর স্বপ্ন
মন নেই তোর পড়াতে ভাবিস মায়ের জন্য,
ইস্কুলেতে ব্যাস্ত থাকিস ফিরবি কখন ঘরে।।
(আমার মেঝ মেয়ে)

No comments:

Post a Comment

Thank you very much for your comments.