Friday, 23 November 2012

মানুষ

বেহেশত দোজখ চন্দ্র সূর্য আর গ্রহ তারা
যিনি করেছেন সৃষ্টি
তিনিই সৃষ্টি করেছেন আদম
দিয়েছেন তাকে দৃষ্টি।
বেহেশতে সে আদম ঘুরে ফিরে একা
মলিন বিষণ্ণ মনে
সঙ্গী বিহীন একা নির্জনে।


আদমের একাকীত্বের নীরবতা মেটাতে
সৃষ্টি করেছেন প্রথম মানবী তারই সাথে।
প্রথমে এলো পুরুষ বেহেশতের পরে
নারী এলো তার সঙ্গী হয়ে।
আদম পুরুষ আর নারী হাওয়া
দুজনার ছায়া যেন দুজনে।
হাওয়ার সঙ্গী আদম
আদমের সঙ্গী হাওয়া।

আদম করে সম্মান হাওয়ায়
তারি কাছে সে শ্রদ্ধা পায়।
ইবাদত বন্দেগী আর হাসি খেলা
কেটে যায় দিন রাত বসন্ত যে মেলা।
স্বর্গের প্রান্ত হতে প্রান্তরে
অবাধ গতি দুজনার।
নিষিদ্ধ হল শুধু গন্দমের স্বাদ-
বন্ধ হল বেহেশতের দুয়ার।

শয়তানের ছলনায় নারীর ভুলে
প্রথম মানব প্রথম মানবী
নেমে এল দুজনার হাত ধরে মর্তের কুলে।
নারীর সাথে পুরুষও পেলো
নারীর ভুলের মাশুল।

ধন্য হল পৃথিবী, ধন্য হল আকাশ বাতাস
ধন্য হল মানবের প্রেম মায়ার বাঁধন।
দুজনে মিলে সাজাল পৃথিবী, খোদার ইশারায়,
একই সাথে দুজনে মিলে খোদার জয়গান গায়।

ধীরে ধীরে ছেয়ে গেল মাটির পৃথিবী আদম সন্তানে
কেটে গেল কত না হাজার বছর কে জানে।
নারী আর পুরুষে মিলে ভরে দিল সোনার ধরা
শস্য শ্যামল ফুল ফসল আর মমতায় ভরা।
মাঠে ফলে ফসল পুরুষের লাঙ্গলে
রাখে তারে বেধে নারীর আঁচলে।

যতনে শুকায়ে রোদে ঘরে তুলে রাখে,
ক্লান্তি মুছায়ে পুরুষের সুখের পরশ মাখে।
নারীর প্রেরণায় পুরুষ হয়েছে বলিয়ান
তেমনি পুরুষ নারীকে করেছে মহীয়ান।
কেহ নয় পরাধীন সকলেই স্বাধীন
নারী কেন ভাবে সে পুরুষের অধীন?

নারী আর পুরুষের পাশাপাশি চলা
এমনি করে কেটে যায় যদি বেলা,
বেদনাময় জীবনের হবে অবসান
বসন্তের মধুময় শিখা রবে অম্লান।
নারী পুরুষের ভেদাভেদ ভুলে আদম সন্তান
উভয়ে মিলে যেন করে সুখের সন্ধান।

শত হাসি কান্না শত মায়া প্রীতি
নতুনের মাঝে হৃদয়ে দোলাবে স্মৃতি।
অনাগত জীবন হবে সুখময়
উঠবে সফলতায় ভরে,
আমার এ ক্ষুদ্র বারতা কইবে কথা
শত জনমের তরে।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.