Sunday 25 November 2012

স্মৃতি তুমি আলেয়া

 ছন্দে বিরহ গেঁথে একটি গান
আমি তোমায় দিলাম উপহার,
সেই গান গেয়ো তুমি যতন করে
যখন আমি থাকবো না আর।


আমার গানের বাণী তোমার প্রাণে
একটুও পারে যদি ঢেউ জাগাতে
সেটুকু পাওয়াই হবে শেষ সম্বল
আমি চাই না কিছুইতো আর।

আমার সুরের খেয়া বেয়ে যদি যাও
জীবন সমুদ্রের অথৈ জলে
সুখী হবে এ জীবনে এই দোয়া করি
আমি চাইনা কিছুই তো আর।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.