Friday 16 November 2012

মরীচিকা

Photobucket
ছবিঃ মোর্শেদ আখতার বাদল (আমার সেঝ ভাই), ড্রিম ফরেস্ট।

মনের বীণায় যে সুর বাজে
বাশরী সে গান গায় না,
আজ এই ফাল্গুনি হাওয়া
নীরবে কেন বয়ে যায় তুমি জান ন...

সবইতো হলো আজ মরীচিকা
মিছে হলো ভালোবাসা।
আলেয়ার টানে তাই
নিভে গেল সব আশা।
বুঝি নাই সে তো ভুলেরই হাতছানি
তুমি আজও সে কথা মান না।।

মরুতে হারায় যে নদী
সেতো বয়না সাগর পানে।
বিরহের গান গেয়ে যায়
বাতাসের কানে কানে
ভুলেই সাজানো মধু যামিনী
আর তো ফিরে আসে না।।
*** যে যেখানেই আছেন শিকড়ের টানে মাঝে মাঝে এসে দেখে যান শিকড় কেমন আছে কোথায় আছে!

No comments:

Post a Comment

Thank you very much for your comments.