Friday 30 November 2012

আমার গানের মালা- চঞ্চল ঝর্ণা


সুরঃ শতদল হালদার
কণ্ঠঃ তাহমিনা খালিদ, তানিয়া



গানের লিঙ্কঃ ঝরে ওই চঞ্চল ঝর্ণা
ঝরে ওই চঞ্চল ঝর্ণা
পাহাড়ী কণ্যা
যেন পাহাড়ী কণ্যা
ছুটে চলে সকাল দুপুর।।


রংধনু শাড়ি পরে
মাথায় মেঘের ঘোমটা
কাল কোকিলের
কন্ঠে তুলেছে নৃত্যের সুর।।

মহুয়ার আতর মেখে
ফাগুনের আবিরে সজে
কঙ্কর নুপুর
বেধে নাচে
ঝুমুর ঝুমুর।।
আমার মেঝ মেয়ে যখন ছোট ছিল, যখন সে নিজ হাতে হারমোনিয়ামের বেল নাগাল পেত না এবং সুরকার শতদল কাকুর কাঁধে বসে মংলার কোন অনুষ্ঠানে গান গাইতে যেত তখন এই গানটি গেয়েছিল। এখন সে এপোলো হাসপাতালে ইন্টার্নশিপ করছে। আপনাদের সবার কাছে ওদের জন্য দোয়া চাইছি।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.