Friday 16 November 2012

মৌণ পাহাড়

Photobucket
(ছবিঃ মোর্শেদ আখতার বাদল। নীলগিরি, বাংলাদেশ। )
 সবুজের প্রান্ত দাঁড়িয়ে আকাশের নিলীমা ছাড়িয়ে
কুয়াশা চাদর গায়ে মৌণ পাহাড় রয়েছ ঘুমিয়ে।
হেমন্তী প্রভাতে দেখি না তোমার মুখ খানি

কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে।
আঁকাবাঁকা সারিতে উঁচু নিচু সঙ্গী সাথে
নিশ্চল ছায়া ছায় কায়া নিয়ে নির্জনে রয়েছ দাঁড়িয়ে।

সভ্যতার চঞ্চলতা দেখিতেছ তুমি
আদি অনন্ত কালের নীরব সাক্ষী
অতীত ভবিষ্যত বিস্তৃত পরিধি
ওহে যুগের পরে যুগ যুগান্ত রক্ষী।
 
সাধ কি জাগে মনে উড়ে যেতে আকাশে
পৃথিবী ছেড়ে চাঁদের দেশে সুদূর তিমিরে হারিয়ে?
পাখা মেলে দিগন্তে মৃদুমন্দ বাতাসে
কোলাহল মুখরিত বিভিষীকা জড়িত বাঁধন ছাড়িয়ে।

*** এই দেশটা আমাদের এই ছোট্ট কথাটি মনে রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে!

No comments:

Post a Comment

Thank you very much for your comments.