Thursday 21 July 2011

শেষ পত্র

আলোর খাতায় আধার কালিতে
জীবন কলমে লেখা শেষ পত্র
লিখে যাই তোমাকে।
খুঁজে দেখো পৃথিবীর খোলস ভেঙ্গে
মানুষের লাশ জড়ানো কাফন
কিংবা চিতার আগুন

নয়ত লাশের কংকালে ঢাকা।
শিউরে উঠো না যেন ভয়ে
একটু ফাকা হয়তো পাবে
তোমারই কাফনে ভরবে সেই ফাঁক
যার পাশে আমারই কংকালে ঢেকেছে
খানিক পৃথিবীর খোলস।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.