Thursday 14 April 2011

বৈশাখী শুভেচ্ছা-১৪১৮


১-হৃদয়ে বৈশাখ

এসো বৈশাখ বাংলা মায়ের মাটির ঘরে
মধুমতি নদীর তীরে,
এসো বৈশাখ আমের ডালে পাখির গানে
জারি সারি ভাটির টানে।
কাল বৈশাখীর মাদল বাজে
তোমার পায়ের নূপুর শুনে,
বটের শাখায় হিজল তলে
নতুন আশার জাল বুনে।
কামার-কুমার চাষী ভাইয়ের
সোনার বরন স্বপ্ন নিয়ে
বসবে তোমার বরণ মেলা
শ্যামলা মায়ের সবুজ বনে।

২- এসো বৈশাখ
সময়ের পালকি চড়ে
এলোমেলো হাওয়ায় উড়ে
এসো হে বৈশাখ
এসো এই সুখের নীড়ে।
চাষীর মনে জাগাও আশা
একটু খানি ভালোবাসা।
ঢালো সুধা হৃদয় ভরে
এসো আজ নতুন করে।
নতুন সুরের যাদু নিয়ে
গায়ের বধূর মন ভরিয়ে
পায়ে পায়ে এসো তুমি
নেব তোমায় বরণ করে।

৩- বৈশাখ
বৈশাখ এসো বালুর চরে
বৈশাখ এসো রূপ নগরে
তোমায় আমি বরণ করি
এসো আমার নতুন সখী।
সাথে আনো ঝর জল
নদী নালা যাক ডুবে
দেশ মাটি ভরে যাক সবুজে
বৌ কথা কও ডাকবে পাখি।
খরতাপ মুছে দিয়ে
পুরানো সব স্মৃতি ভুলে
সুখের পায়রা নিয়ে এসো
হাতে বেধে মিলন রাখী।
আঁকা বাকা পথ ধরে
জয় রথে মন ভরে
নিয়ে এসো মধুর সুর
কালবোশেখের ধুলি মাখি।

৪-বৈশাখী
ও সখী আয়রে তোরা
আয়রে সবাই বরণ করি
নতুন বৈশাখী
সে যে ফুল ফসলে ভরাবে
এই সোনার ধরনী।
গত বছর ফেলে আসা
রাঙ্গা পথে চরণ ফেলে
চুপি চুপি এলো আজ
লাজুক নয়ন মেলে
ও ভাই চমকে উঠি দেখে
তাহার সুখের লাবনী।
বাশের বাশী বাজিয়ে তারে
গান শোনাব দাওয়ায় বসে
বসতে সবাই দে না তারে
বাংলা মায়ের কোলে
ও ভাই পাল আজ
ভাসবে গাঙ্গে সুখের তরণি।

৫-বৈশাখ বরণ
সোনালী ডানা মেলে
পুষ্প রথে উড়ে
আজ বৈশাখ এলো দ্বারে।
মুছে দিয়ে বেদনা কান্না
খর তাপ দহনে
গ্লানি দুঃখ অভিশাপ
যা ছিল মনে
সেই স্মৃতি গেল ঝরে।
দেখা দিল রঙ্গীন স্বপ্ন
সুন্দর সকালে
মধুর সুরে
মনের কথা বলতে
সুখের বারতা এলো ঘরে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.