Monday 13 September 2010

নেই যেখানে ইতি

                           [ছবি দুইটি আমার মেয়ের তোলা বিগত শীতে আমাদের গ্রাম]
এখনও ইচ্ছে করে কোন পূর্ণিমা রাতে
রবি ঠাকুরের জোসনা ভেজা পথে
রজনী গন্ধ্যা সুবাস নিয়ে
মানসীর স্বপ্ন রাঙ্গা হাতে হাত রেখে
চলে যাই অনেক দূরে-
যেখানে জল আসবে না চোখে
আর থাকবে না সুকান্তর ঝলসানো রুটি।



এখনও ইচ্ছে করে ঝর ঝর বাদল দিনে
সুকুমার ছন্দে পায়ে পায়ে হারিয়ে যাই
মেঠো পথ প্রান্তরে,
নয়ত যেখানে থরে থরে সাজানো
সরষে ফুলের পাশে হলুদ আঁচলে বিছানো মায়া ঘিরে
জসিম উদ্দিনের মটর সুটি।

এখনও ইচ্ছে করে শিমুল পলাশের ফাগ মেখে
জোনাকী প্রদীপ হাতে নিয়ে বসন্ত রাতে
জয়নুলের ছবি হয়ে
জীবনান্দের ধানসিড়ি নদীর বুকে পাল তুলে
স্বপ্নের দেশে যাই ছুটি।

দূরন্ত ইচ্ছে গুলো রেখেছি বেধে।
চক্ষুহীন ঘুণে ধরা সমাজে নিষেধের বেড়া
ভেঙ্গে পারে না মেলতে ডানা দূর নীলিমায়,
শুধু গুমরে ফিরে অন্ধ নীল কারাগারে।
তাই ইচ্ছে করে শিকল ভেঙ্গে
হৃদয় হীণ সমাজের অন্ধ শাসন ভেঙ্গে
নজরুলের বিদ্রোহী আগুন জ্বেলে
ছিনিয়ে আনি প্রিয়তমার
মেহেদী রাঙ্গা হাত দুটি।।

2 comments:

Thank you very much for your comments.