Monday 22 March 2010

বাংলাদেশ

তেঁতুলিয়া থেকে দক্ষিনে সুন্দর বন
সবুজের মায়ায় ঘিরে থাকে মন।
জাফলং থেকে টেকনাফ কুতুবদিয়া
নীল জলে ভাসে সাম্পান পাল তুলিয়া।
সোনালী সূর্য উকি দেয় রাঙ্গা মাটির পাহাড়ে

ঊর্মিমালা দোলে বঙ্গোপসাগর।
হাতিয়া, সন্দ্বীপ, নিঝুম দ্বীপ
ঘরে ঘরে জ্বালে গায়ের বধু সন্ধ্যা প্রদীপ।
আঁকাবাঁকা বিনুনি গেঁথেছে মালা
এই মাটিতে হাজার নদীনালা।
তিতাস, তুরাগ, সুরমা, রূপসা, মেঘনা
কুশিয়ারা, কর্ণফুলি, কপোতাক্ষ, পদ্মা, যমুনা।
ফিরে ফিরে আসে কাল বৈশাখী
শীত বসন্তে আসে মৌসুমী পাখি।
কাজরী গায় ময়না টিয়া খঞ্জনা
দোয়েল, কোয়েল, কোকিল চন্দনা।
গায়ের পথে খেলে শিশু বানিয়ে কানের দুল
শাপলা-শালুক, শিমুল, পলাশ, কচুরী, পদ্মফুল।
করেছে ধন্য বরেণ্য কবি শিল্পী
ছবি একেঁছেন মনের মত, লিখেছেন পাণ্ডুলিপি।
রবীন্দ্রনাথ, নজরুল, জসীম উদ্দিন,
কায়কোবাদ, কামরুল হাসান, জয়নুল আবেদিন।
প্রতিদিন শুকতারা জাগে সন্ধ্যা কাশে
রাখালী স্বপ্ন জ্বালে দীপ শিখা,
কাগজে কালির আঁচড়ে যায় না লিখা।
যার কথা আকাশ খাতায় লিখে হয় না শেষ
সে যে সোনায় সোহাগে মেশা আমার বাংলাদেশ।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.