Thursday 8 October 2009

শুকতারা

মাগো আমার সোনামনি আমার চোখের আলো
জানিসনা তুই তোকে আমি কতই বাসি ভালো।

তুই যে আমার জীয়ন কাঠি আমার পথের দিশা
দেখলে তোকে মন জুড়ায় আর কাটে অমানিশা,
তোরই ছায়া যেন আমার ঘুম ভাঙ্গিয়ে দিলো।
তোকে নিয়ে স্বপ্ন দেখি অনেক বড় হবি
সবার চোখে একে দিবি মন জুড়ানো ছবি,
তোরই সাথে যেন ঘড়ে চাদের কণা এলো।


(প্রায় ১২/১৪ বতসর আগে আমার বড় মেয়ের কোন এক জন্ম দিনে দেয়া উপহার)

2 comments:

  1. আমার ব্লগ ভিজিট করার জন্য ধন্যবাদ। এখানে অনেকের ঠিকানা পেলাম। এরকম আমিও একটি ব্লগসাইট বানিয়েছি। কালস্রোত। ও হ্যাঁ, পাশের সাইডবারে রেখে দিয়েছেন দেখছি। আমার কোন সহছাত্রীর(?) কথা যে বলেছেন, তা পরিষ্কার বোঝা গেল না।

    ReplyDelete
  2. এইতো বেশ করেছেন। এখন আপনি কিছু লিখলেই আমি সঙ্গে সঙ্গে জেনে যাব। আপনার ব্লগটা দারুণ সাজিয়েছেন! আমার অনেক কিছু শিখতে হবে! আপনার মেয়েকে নিয়ে কবিতাটাও দারুণ। বাকি আমি দিন কতক পর সময় করে পড়ব। 'আমার ব্লগে ' আপনি ও আছেন? আমার কিছু সাম্প্রতিক পোস্ট ওখানেও আছে। দেখবেন।

    ReplyDelete

Thank you very much for your comments.